September 11, 2025, 2:10 am
Headline :
বগুড়ায় কিশোরী মেয়ের বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, তিনজন গ্রেপ্তার চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩০, হাসপাতালে ৬৫৯ জন এনটিআরসিএ সনদধারীদের সচিবালয়মুখী মিছিলে সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা কুয়াকাটায় এক কোরাল বিক্রি ২৪ হাজার ১শ’ ৫০ টাকায় ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপ, ইরানে ইসরায়েলের হামলার নিন্দা ‘হতাশ আমার হওয়া উচিত, নাকি তার’: ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া প্রসঙ্গে বিবিসিকে মুহাম্মদ ইউনূস পাল্টাপাল্টি হামলা ও হুমকি অব্যাহত, উত্তেজনা প্রশমনে যুক্তরাজ্য ও ফ্রান্সের আহ্বান ক্ষেপণাস্ত্র ছোড়ার পাল্টা পাল্টি অভিযানে উত্তপ্ত তেহরান ও তেলআবিব ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আসছে নেপাল থেকে Hello world!

কুয়াকাটায় এক কোরাল বিক্রি ২৪ হাজার ১শ’ ৫০ টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল একটি সামুদ্রিক কোরাল মাছ। মাছটি নিলামের মাধ্যমে মোস্তাফিজ নামের এক ব্যবসায়ী ২৪ হাজার ১শ’ ৫০ টাকায় কিনে নেন। রোববার,(১৫ জুন ২০২৫) সকালে কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস মৎস্য আড়তে মাছটি বিক্রি করার জন্য নিয়ে আসেন জেলে মামুন জোমাদ্দার। জেলে সূত্রে জানা গেছে, পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর গ্রামের জেলে মামুন জোমাদ্দার গত ১২ জুন রাতে সমুদ্রে জাল ফেলেন। ১৪ জুন রাতে জাল তুলতেই এই বিশাল আকৃতির সামুদ্রিক কোরাল মাছটি জালে উঠে আসেন। পরে মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারের নিয়ে আসলে নিলামে ডাকের মাধ্যমে ১ হাজার ৫০ টাকা কেজি দরে ২৪ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মো. মোস্তাফিজ।

জেলে মামুন জমাদ্দার বলেন, এত বড় মাছ পাবো সেটা ভাবতে পারি নি। নিষেধাজ্ঞায় ২ মাস মাছ ধরতে পারিনি। এই অবরোধের পর মাছটি পেয়ে ভালো দামে বিক্রি করতে পেরে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছি। আশা করছি সামনে আবারও এরকম বড় মাছের দেখা মিলবে। মাছটির ক্রেতা কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী মো. মোস্তাফিজ বলেন, আমাদের এলাকায় বড় বড় হোটেলগুলোতে সামুদ্রিক বড় কোরাল মাছের চাহিদা রয়েছে। আশা করছি মাছটি এলাকাতেই ভালো টাকা বিক্রি করতে পারবো। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি নিষেধাজ্ঞার ফসল, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে নেমেছে। খুব স্বাভাবিকভাবেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়বে। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করেছে বিধায় সামনের দিনগুলোতে তাদের জালে ভালো সংখ্যক মাছ ধরা পড়বে। শুধু কোরাল নয়, ইলিশসহ সামুদ্রিক অন্য সব ধরনের মাছ জেলেদের জালে ধরা পড়বে বলে আমি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page